বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনলাইন রেডিও+ কম্পিউটার কেনার গল্প

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্যাম্পাস রেডিও জেএনইউ রেডিও মাইন্ড www.jnu-radiomindbd.com তিন বছরে পা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমের খবর নিয়মিত প্রচার করা হয়।
_________________________

প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ লিখে নেপাল ভ্রমণের বিশেষ সুযোগ দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠানটির ফেসবুক ফ্যান পেজ ‘রাইট অ্যান্ড উইন’ http://www.facebook.com /CSLFanclub/app_153284594738391)-এ গিয়ে নিজের লেখা প্রকাশ করতে হবে।
আগ্রহী ব্যক্তিদের শুরুতে পরিচয় নিবন্ধন করে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে নিজের প্রথম কম্পিউটার কেনার গল্পকথা লিখে প্রকাশ করতে হবে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ নভেম্বর। বিজয়ী তিনজনকে দেওয়া হবে পুরস্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Tricks and Tips