শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

ওয়েব ডিজাইন ও ডেভোলপমেন্ট শিখতে চান?

কিভাবে শিখবেন ?

প্রথমেই আসি গ্রাফিক্সের ব্যাপারে। ওয়েব ডিজাইন শিখতে হলে হালকা পাতলা গ্রাফিক্স ও আপনাকে জানতে হবে। নিজে নিজে গ্রাফিক্স শিখার পদ্বতি নিয়ে আমার অত্যান্ত  শ্রদ্বেয় টিউনার  হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই একটি টিউন করেছেন। অনুগ্রহ করে এইখান থেকে এটি পড়ে নিন।

এবারে আসি HTML, CSS, JavaScript, PHP, MySQL এর ব্যাপারে
আপনি যদি একে বারে নতুন হন তাহলে বাংলায় শুরু করুন। আমি কিছু বাংলা টিউটোরিয়ালের লিঙ্ক দিলাম নিচে।


উপরে উল্লেখিত সাইটগুলো থেকে বাংলায় খুব ভাল ধারনা পাবেন। তবে সববিষয় একসাথে পড়া শুরু করবেন না। একটি একটি করে শুরু করুন এবং সেটি ভাল করে আয়ত্ত করে পরে অন্য একটি শুরু করুন।
ধরুন আপনি প্রথমে এইচটিএমএল শিখবেন, প্রথমেই বাংলায় এইচটিএমএল সম্পর্কে ধারনা নিন। শুধু পড়লেই চলবে না সাথে সাথে প্র্যাকটিস ও করতে হবে। যখন দেখবেন বাংলা ব্লগে এইচটিএমএল নিয়ে যা কিছু লেখা আছে এইগুলো আপনার আয়ত্তে এসে গেছে তখনই (তখন আবার সিএসএস শিখা শুরু করবেন না) ইংরেজি ভিডিও দেখার পালা। আর ইংরেজি ভিডিও টিউটোরিয়ালের জন্য লিন্ডা.কম আমার কাছে খুব ভাল লাগে। ভিডিও গুলো সংগ্রহ করুন দীপ্ত প্রজেক্ট থেকে অথবা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন । প্রাথমিক ভাবে নিচের এই টিউটোরিয়াল গুলো দেখতে পারেন আর এইগুলো দেখা শেষ হলে আপনি নিজেই বুঝতে পারবেন কখন কি শিখতে হবে।
আর কাজ করতে গেলে হয়ত অনেক সময় অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে ফেসবুকে বিভিন্ন গ্রুপ থেক সাহায্য নিতে পারেন যেমন,
  • https://www.facebook.com/groups/HTML.CSSandJavaScript/
  • https://www.facebook.com/groups/Wordpress2Smashing/
অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি
পোষ্টটি লিখেছেন: Khorshed Alam

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Tricks and Tips