সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

ইরানের নিজস্ব ভিডিও সাইট ‘মেহর’

তারিখ: ১০-১২-২০১২     prothom-alojobs news details small adগুগলের জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘মেহর’ নামের একটি ভিডিও সংশ্লিষ্ট ওয়েবসাইট তৈরি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে গতকাল রবিবার এ বিষয়টি জানানো হয়েছে। ইউটিউবে মুসলমানদের জন্য আপত্তিকর ভিডিও না সরানোয় নিজস্ব ভিডিও সাইট চালু করেছে দেশটি।


‘মেহর’ শব্দটির বাংলা অর্থ ‘স্নেহ’ বা ‘আবেগ’। ওয়েবসাইটটিতে ইরানের সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করার ব্যবস্থা থাকছে। এ ভিডিও সাইটটির একটি ফেসবুক পেজও রয়েছে।
সম্প্রতি এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ২০০৯ সাল থেকে ইরানে কঠোরভাবে ইন্টারনেটের ওপর নজরদারি করা হয়। অনেক বিদেশি ওয়েবসাইট দেশটিতে ব্যবহার করতে দেওয়া হয় না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আপত্তিকর মন্তব্য বা বার্তা পোস্ট করার বিষয়টি নজরদারিতে রাখা হয়।
সম্প্রতি লস অ্যাঞ্জেলস টাইমসে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, ইরান নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরিতে কাজ করছে। ‘ন্যাশনাল ইন্টারনেট’ চালুর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করছে দেশটি।
ইরানের নতুন ভিডিও সাইটটির ঠিকানা http://www.mehr.ir

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Tricks and Tips